নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার থেকে শাড়ি কিনতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক নারী ও তার কলেজ পড়ুয়া মেয়ে এবং ছেলে।
ভুক্তভোগী ওই নারী তার দুই সন্তানকে নিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনে (২৬ মার্চ) দুপুর ১ টায় সুবর্ণচর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম রবিউল হোসেন কচি ফ্যাশন ক্লথ ষ্টোর নামের তার একটি কাপড় দোকান রয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার হারিছ চৌধুরীর বাজারের কচির মালিকানাধীন কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
ওই নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মেয়ে ও ছেলের গায়ে হাত দেওয়া, তাকে চড়-থাপ্পড় মারায় ঘটনায় চরজব্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
একাধিক সূত্রে জানা যায়, রবিউল হোসেন কচি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে আসছে, ৫ আগষ্টের পর হারিছ চৌধুরী বাজারে পরিচালনা কমিটির পদ ভাগিয়ে নেন, সে থেকে কারনে অকারনে সাধারণ ব্যবসায়ীদেরকে নানা প্রকার হয়রানী ও সহ নানা অনিয়ম করে যাচ্ছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন, এটা শনিবার বিকালের ঘটনা। শাড়ি কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারী অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.