BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুবর্ণচরে ধানের বদলে বেগুন চাষ, একই গাছে ফলন হচ্ছে বারোমাস

সুবর্ণচরে ধানের বদলে বেগুন চাষ, একই গাছে ফলন হচ্ছে বারোমাস

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পরিবর্তন হচ্ছে কৃষির চিত্র। একসময় যেখানে কৃষকেরা ধান চাষের ওপরই নির্ভরশীল ছিলেন, এখন সেখানে ধানের বদলে বেগুন চাষে ঝুঁকছেন অনেকে। কারণ, ধানের তুলনায় বেগুন চাষে ১৫ থেকে ২০ গুণ বেশি ফলন ও লাভ হচ্ছে। উঁচু জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য পাচ্ছেন সুবর্ণচরের কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহায়তায় এই অঞ্চলে বেগুন চাষ এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে। ফলে বদলে যাচ্ছে কৃষকদের জীবনযাত্রার মান, বেড়েছে আত্মনির্ভরতা।

চরজব্বার ইউনিয়নের কৃষক রহুল আমিন বলেন, “একসময় জীবিকার তাগিদে আমাদের এলাকার কৃষকেরা দেশের বিভিন্ন প্রান্তে শ্রম বিক্রি করতে যেতেন। এখন সবাই নিজেদের জমিতেই কাজ করছেন। অনেক বেকার যুবক বেগুন চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব।”

ইমান আলী বাজার এলাকার বেগুনচাষি মো. জাফর উল্যাহ জানান, তিনি ৮০ শতাংশ জমিতে প্রায় তিন লাখ টাকা খরচ করে বেগুন চাষ শুরু করেন। এখন পর্যন্ত সাড়ে সাত লাখ টাকার বেগুন বিক্রি করেছেন, আর বাকি ফসল থেকে আরও সাত থেকে আট লাখ টাকার বিক্রির আশা করছেন। “ধান চাষে এত লাভ কখনো হতো না,” বলেন তিনি।

তবে আগাম চাষের কারণে কিছু সমস্যার কথাও জানালেন উত্তর বাগ্যা গ্রামের বেগুনচাষি মো. হাসান আলী। তিনি বলেন, “লাভজনক হলেও আগাম মৌসুমে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তবে কৃষি অফিসের পরামর্শে তা নিয়ন্ত্রণে রাখতে পারছি।”

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, “সরকারি অর্থায়নে কৃষকদের সার, বীজ, নগদ অর্থসহ নানা সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পোকামাকড় দমন ও আধুনিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে সুবর্ণচরের ২২০ হেক্টর জমিতে আগাম শীতকালীন বেগুন চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ন্যায্য বাজারমূল্য পেলে আগামীতে আরও বেশি কৃষক এই চাষে আগ্রহী হবেন বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। বেগুন চাষে কৃষকদের সাফল্যে সুবর্ণচর এখন নতুন এক সম্ভাবনার মুখে। একদিকে স্থানীয় অর্থনীতিতে তৈরি হচ্ছে গতি, অন্যদিকে কৃষকরা নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়