সুবর্ণচরে জামায়াতে ইসলামীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়
ওরিয়েন্টেশনে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা. মো. জামান উল্যাহ মুকুলের সঞ্চালনায় আমীর মাওলানা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেশন পরিচালনায় অংশগ্রহণ করেন জেলা বায়তুল মাল সম্পাদক দ্বীন মোহাম্মদ, সুবর্ণচর উপজেলা জামায়াতের সহ-সম্পাদক মাওলানা মো. ইসমাইল।
অনুষ্ঠানে উপস্থিত জামায়াত কর্মীদেরকে বাৎসরিক কর্মপরিকল্পনা, আর্থিক হিসাব ব্যবস্থাপনা, নেতৃত্ব দক্ষতা ও যোগ্যতা, সামাজিক সেবা কার্যক্রমসহ কর্মসূচি বাস্তবায়ন প্রভৃতি বিষয়ের উপর এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.