সুবর্ণচরের ধর্ষণ মামলায় ৭ আসামি ৫ দিনের রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি: আজ সোমবার নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণ মামলায় রুহুল আমিনসহ ৭ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত ৫ দিন মঞ্জুর করে।

এদিকে, আরেক আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত একটার দিকে ফেনীর সুলতানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার ৮ জন। তবে এই মামলার এজাহারভুক্ত ৪ আসামি এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে সারা দেশে পুলিশের নজরদারি চলছে। প্রযুক্তির সহযোগিতায়ও চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত রোববার সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে স্বামী-সন্তানকে বেঁধে, এক নারীকে মারধর ও ধর্ষণ করে দুর্বৃত্তরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.