সুনামগঞ্জে ভারতীয় ওষুধসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবির সদস্যরা।
বিজিবি জানিয়েছে, গতকাল সোমবার রাতে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ২৫১৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবির সদস্যরা।
এ ছাড়া আজ মঙ্গলবার ভোরে ডলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
তবে আমদানিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য আমদানিকারীরা পালিয়ে গেছেন।
জব্দকৃত ওষুধ ও অন্যান্য মালামাল ইতোমধ্যে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.