সুনামগঞ্জের নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯

সুনামগঞ্জ প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুঠা হাওরে নৌকাডুবির ঘটনায় মৃতের ৯ জনের মধ্যে রাতে চারজন এবং আজ বুধবার সকালে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সকালে উদ্ধার হওয়া চার লাশের পরিচয় পাওয়া গেছে এবং একজন অজ্ঞাত।

তারা হলেন:  দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬)

গতকাল মঙ্গলবার উদ্ধার হওয়া চার লাশ , মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজরে ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজমের (২) ।

উপজেলার পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়ে আজ বুধবার। বিয়েতে যাওয়ার জন্য মঙ্গলবার নৌকায় রওনা হয়েছিলেন মাছিমপুরে থাকা ফিরোজ আলীর স্বজনরা। কালিয়াকুঠা হাওরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় প্রায় ১১ নিখোঁজ ছিল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বিটিসি নিউজকে বলেন, এখন পর্যন্ত ৪ শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া যায়নি। মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.