সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী তৃণমূল বিএনপি’র মনোনয়নপত্র উত্তোলন করলেন মহসিন!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সোনালী আশঁ পাট প্রতিক নিয়ে সারা দেশে তিনশত আসনে নির্বাচন করার প্রত্যাশায় (তৃণমূল বিএনপি) দলের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও দলের মহাসচিব তৈমুর আলম খন্দকারের উপস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্যে মহসিন আলম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় নেতা কর্মীদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানা গেছে।
মহসীন আলম সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার বাসিন্দা, তিনি ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন, বর্তমানে নতুন দল তৃনমূল বিএনপি’র সদস্য পদে রয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.