বিশেষপ্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনে মধ্যে ১, ২ ও তিন আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। পরে তিনটি আসনের সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় তিন প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে।
আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ-৩ আসনে আগারগাও নির্বাচন কমিশনে আপিল করেন নুরুল ইসলাম উজ্জল (স্বতন্ত্র)। এসময় তিনি বলেন, যে কারনে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে তা আমি সমাধান করেছি। আমাকে আটকানোর অনেক চেষ্ঠা করা হয়েছে। আমি বিশ্বাস করি আমি এখানে ন্যায় বিচার পাবো।
তিনি আরো বলেন,আমার প্রিয় রায়গঞ্জ তাড়াশ সলংগা বাসি আপনারা যে ভালাবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সারা জীবন আপনাদের কে নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ।
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন পড়েছে ৫৬১টি। এসব আপিল আবেদনের ওপর আগামীকাল রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দেবে কমিশন। আজ আপিল আবেদনের শেষদিন মোট ১২৩টি আবেদন জমা পড়েছে। তবে কোন দলের কতটি আবেদন পড়েছে তা পরে জানা যাবে বলেও জানান তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.