সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ শীর্ষ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২’র।
উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (নও মুসলিম) (৩০) ব্রাক্ষণবাড়িয়ার কসবার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজয় ঘোষের ছেলে।
র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান, মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালায় র‌্যাব। তখন ঢাকা হতে দিনাজপুরগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানিয়েছেন রাজিব ঘোষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.