সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে। আজ শনিবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বগুড়ার শেরপুর উপজেলার সাধিপুকুরপাড়া বেলঘাড়িয়া গ্রামের ইমান আলীর ছেলে কদম আলী সেখ (৩০) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাহাদুরপুর পুর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাসির মিয়া (২৫)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুলহাজ উদ্দীন বিটিসি নিউজকে জানান, বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্তর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্টে করাকালীন হলুদ রংয়ের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের ড্রাইভারের ব্যাকসিটের নীচে বিশেষভাবে রাখা ১৪ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, আটক কদম আলীর বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে দুজনকে জেল-হাজতে প্রেরন করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.