সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত-১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বেলা সোয়া ১২টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ অন্তত আরও ১৪ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মাইক্রোবাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
 দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন হাইওয়ে থেকে সরিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিটিসি নিউজকে জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। দবিরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.