সিরাজগঞ্জে টানা বর্ষণে ভয়াবহ বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক হারে পানি বাড়তে থাকায় মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে।
গাজীপুর ও চৌহালীতে বিভিন্ন জায়গায় ভাঙ্গন সৃষ্টি ফলে ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে নদী পারের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৪৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বিটিসি নিউজকে জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে গত তিনদিন যাবৎ যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও কয়েক দিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.