সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২’এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
গতকাল সোমবার রাত ১১টায় ঢাকার কলাবাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আজ মঙ্গলবার ভোরে তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে তাড়াশ থানার ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলায় ১ নং আসামি।
উল্লেখ্য,অধ্যাপক ডা. আব্দুল আজিজ তাড়াশ-রায়গঞ্জ আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকোড়শোন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.