সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তা এডিট করে ‘বিভ্রান্তিকরভাবে’ উপস্থাপন করার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মধ্যপ্রচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কে কমালার প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অংশ সম্পাদনা করা হয়েছিল। সম্পাদনার সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসের পক্ষে বৈশ্বিক সমর্থন অর্জন এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে।
আদালতে ট্রাম্পের আইনজীবী বলেছেন, ৬০ মিনিটের ভিডিওতে কমলা হ্যারিসের বক্তব্য এডিট করতে সিবিএস নিউজ ‘ইচ্ছেমতো’ শব্দের ব্যবহার করেছে। এতে সংবাদ উপস্থাপনের যে বস্তুনিষ্ঠতা রয়েছে, তা লঙ্ঘিত হয়েছে।
তবে সিবিএস নিউজের এক মুখপাত্র বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা দৃঢ়ভাবে এর বিরুদ্ধে প্রতিরক্ষা করবো।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তের জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ট্রাম্প নির্বাচিত হলে সিবিএসের সম্প্রচার লাইসেন্স বাতিল করারও হুঁশিয়ারি দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.