সিদ্ধান্তে অনড় শ্রুতি হাসান

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান বরাবরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন। একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন। সেসব প্রকাশ্যে আসতেই হয়েছে হইচই।
মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। ২০২১ সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয়।
পরে দিল্লির ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। তবে সেটিও বেশিদিন স্থায়ী হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জানান, কখনোই বিয়ে করতে চান না। এর আগেও একাধিকবার বিষয়টি বলেছেন তিনি। মানে বিয়ে না করার সিদ্ধান্তে শ্রুতি এখনও অনড়!
কমল হাসান তনয়া বলেন, ‘আমি সম্পর্ক ভালোবাসি, রোমান্স ভালোবাসি। যাকে পছন্দ করি, তাকে মনের গভীরে স্থান দিতে ভালোবাসি। তবে বিয়ে করতে চাই না।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.