সিটিকেই পেল রিয়াল, চ্যাম্পিয়নস লিগে কে কার মুখোমুখি

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। অথচ, শেষ ষোলোতে ওঠার আগেই বিদায় নিতে হবে এই দুই দল পরস্পরের মুখোমুখি হবে।
গত বুধবার রাতে একসঙ্গে টুর্নামেন্টের লিগ পর্বের খেলা শেষ হয়। সেদিনই জানা গিয়েছিল, সম্ভাব্য প্রতিপক্ষের নাম। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষের তালিকায় ছিল সিটি বা অপেক্ষাকৃত কম শক্তিশালী সেল্টিক। শেষ পর্যন্ত রিয়াল সামনে পেল কঠিন প্রতিপক্ষই। যদিও সিটির বর্তমান ফর্ম তেমন ভালো নয়। 
এই নিয়ে টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি। গত মৌসুমেও কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল।
৩৬টি দল নিয়ে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টের লিগ পর্ব থেকে ২৪টি দল উঠেছে নকআউট পর্বে। এর মধ্যে শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোতে। আর নবম থেকে ২৪তম দলগুলো প্লে-অফ খেলে সেরা আটে জায়গা করে নিতে পারলে শেষ ষোলোতে খেলবে।
শেষ ষোলো প্লে–অফে মুখোমুখি যারা
ব্রেস–পিএসজি
ক্লাব ব্রুগা–আতালান্তা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.