সিংড়ায় বই ব্যবসায় শিক্ষকরা, হতাশায় অভিভাবকরা
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার শিক্ষকদের একাংশ নেমেছে বই ব্যবসায়। কয়েকটি পাবলিকেশন্স এর সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চুক্তির মাধ্যমে এ ব্যবসা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে বিরাজ করছে হতাশা। উচ্চমূল্যে গ্রামার বই গুলো বাজার থেকে কিনতে হচ্ছে শিক্ষার্থীদের। না কিনলে পরিক্ষায় নাম্বার দেয়া হবেনা, কিংবা ক্লাসে আসতে নিষেধ করতেও দ্বিধা করছে না তারা।
সিংড়ায় ইতিমধ্যে গাইড বইয়ের ব্যবসায় জড়িয়ে পড়েছে কয়েকটি স্কুল। স্কুল গুলো হচ্ছে কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় (লেকচার ) এক লক্ষ ৫০ হাজার টাকা, ছবিরন গুলজান স্কুল এন্ড কলেজ (পুঁথিনিলয়) ৯০ হাজার টাকা, ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয় (পুঁথিনিলয়) ৮০ হাজার টাকা, কালিনগর উচ্চ বিদ্যালয় (নবপুথি) ৬০ হাজার টাকা, নুরপুর উচ্চ বিদ্যালয় (পাঞ্জেরী) ১ লক্ষ টাকা, কলম উচ্চ বিদ্যালয় (পাঞ্জেরী) ২ লক্ষ টাকা, কলম মডেল স্কুল (পাঞ্জেরী) ৫০ হাজার টাকা, পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয় (পাঞ্জেরী) ১ লক্ষ টাকা চুক্তি করা হয়েছে। সরকার অনুমোদিত গ্রামার বই বাদ দিয়ে উচ্চ মূল্যে এই বই গুলো শিক্ষার্থীদের দেয়া হচ্ছে। সরকার অনুমোদিত গ্রামার বাদ দিয়ে উচ্চ মূল্যে বই কেনায় হতাশা ব্যক্ত করেছেন অভিভাবকরা।
মানুষ গড়ার কারিগরদের বই ব্যবসায় নামানোর জন্য প্রকাশনার মালিকরা লোভনীয় অফার দিয়ে এসব করছে। এর সাথে মাধ্যমিক শিক্ষা অফিস জড়িত থাকতে পারে বলেও অভিমত ব্যক্ত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকরা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।#
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ খান মামুন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.