নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায়খাদ্যে ভেজাল, মূল্য তালিকা না থাকা ও বাসি-পঁচা খাবার বিক্রি করার অপরাধে হোটেল মালিক ও মুদি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলার বিলদহর বাজারে শাফি হোটেলকে ৫ হাজার টাকা ও মুদি দোকানদার শামসুল আলমকে ২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার। এসময় সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার এএসআই সাদেকুল ইসলাম সাদেক, চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.