সিংড়ায় হজ্ব গমন ইচ্ছুক ব্যক্তি ও পুরাতন হাজ্বীদের সমাবেশ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় হাজী সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে সিংড়া মডেল মসজিদে হজ্ব গমন ইচ্ছুক ব্যক্তি ও পুরাতন হাজ্বীদের নিয়ে এই সমাবেশের আয়োজন করে আরাফাতি হাজী কল্যাণ পরিষদ।
সমাবেশে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মকবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ মহিবুল হাসান।
হাজী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহসিন আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শারফুল ইসলাম তারা, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত, সিংড়া বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর প্রমূখ।
পরে এবছর হজে গমন ইচ্ছুক ২১৬ জন্য ব্যক্তির মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজকবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.