সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া মহল্লায় আত্রাই নদীর তীর ঘেঁষে এসব ঘর তৈরির হিড়িক পড়েছে।
সম্পতি পৌর শহরের সরকারপাড়া মহল্লার আব্দুল মন্নাফ সওদাগর, রায়হান সওদাগর, মলি বেগমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তারা সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছে।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের সরকারপাড়া মহল্লায় সরকারি জায়গা দখল করে বসতঘর নির্মাণের কাজ চলছে। শহর রক্ষা বাঁধের জায়গা দখল করে তড়িঘড়ি করে বাঁশের বেড়া ও টিনের ছাউনিতে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি বসতঘর।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সরকারি জায়গাটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.