সিংড়ায় ভুয়া চিকিৎসকের দুই লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর শহরের চাউলপট্রি মোড়ের এসএম জাহাঙ্গীর আলম (৬১) নামের এক ভুয়া চিকিৎসকের দুই লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস সহ আইন শৃংখলা বাহিনী।
এসএম জাহাঙ্গীর আলম তার ঔষধের দোকানে বসে চিকিৎসক পরিচয়ে দীর্ঘ দিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
বিষয়টি প্রশাসনের নজরে এলে কোন ডিগ্রি ছাড়া রোগী দেখা ও প্রেসক্রিপশনে এন্টিবায়েটিক দেয়া সহ অন্যান্য মেডিকেল প্র্যাকটিস কার্যক্রম চলমান রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় এই অর্থদন্ড করা হয় বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.