নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের পাশে থাকা একটি খেজুর গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।
রবিবার বিকেলে স্থানীয় দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে খেলা দেখলেও, ওই যুবক দর্শক খেজুর গাছে উঠে ভিন্নধর্মী উপায়ে খেলা দেখেন।
ওই দর্শকের পরিচয় জানা গেছে, তিনি তাড়াশ উপজেলার বিনোদপুর এলাকার আশকানের ছেলে মাসুদ (৩৩)।
এসময় মাঠে উপস্থিত দর্শকরা হাস্যরসের সৃষ্টি করেন এবং অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন।
প্রীতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক ফারুক হোসেন ও শাকিল জানান, এলাকাটিতে ফুটবল খেলাকে ঘিরে তরুণ, যুবক ও মুরব্বিদের উচ্ছ¡াস বরাবরই চোখে পড়ার মতো। তবে খেজুর গাছে উঠে খেলা দেখা এবারই প্রথম দেখা গেলো।
একজন দর্শক হাসতে হাসতে বলেন, খেলার প্রতি এমন ভালোবাসা দেখলে মনটা ভালো হয়ে যায়, যদিও একটু ঝুঁকিপূর্ণ কাজ খেজুর গাছের মাথার উপরে ওঠা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

















