সিংড়ায় পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় যাত্রী ও জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও মাজহারুল ইসলাম। বুধবার সকাল ১০টায় সিংড়া বাস টার্মিনাল এলাকায় সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল­ুর রহমান, পৌরসভার প্রকৌশলী নুরুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।
জানা যায়, প্রায় ৮ বছর আগে উদ্বোধন করা হলেও অব্যবস্থাপনায় বন্ধ হয়ে যায় পৌরসভার পাবলিক টয়লেট। যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাজহারুল ইসলাম এর দিকনির্দেশনায় এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। ইউএনওর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পৌরবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.