নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে। এতে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন ঐ সড়কের পথচারীরা ও যানবাহন। অনেকদিন যাবৎ ভাঙা সেতুতে চলাচলের এমন দুর্ভোগ দেখার কেউ নেই।
সতর্কতার জন্য গত শুক্রবার সেখানে চৌগ্রাম ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেতুর দুই পাশে বিপজ্জনক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। দূর্ঘটনা এড়াতে দ্রুতই ভাঙা সেতুটি মেরামতের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, উপজেলার চৌগ্রাম-তেরবাড়িয়া রাস্তায় এই সেতুটি নির্মিত হয় জমিদার আমলে। চৌগ্রাম দিয়ে মহাসড়কে যেতে বিকল্প রাস্তা থাকলেও জামতলী হাট ও স্কুলে যেতে এই রাস্তায় দূরত্ব অনেক কম। এজন্য এলাকার জনসাধারণ এই রাস্তাটিই ব্যবহার করে থাকেন। চৌগ্রাম স্কুল এন্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, শ্বশ্মান ও কেন্দ্রীয় কবরস্থানে এই ভাঙা সেতু দিয়েই যেতে হয়।
চৌগ্রাম ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ বিটিসি নিউজকে বলেন, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। আমরা সতর্কতার জন্য সাইনবোর্ড টাঙিয়েছি। মেরামত করে চলাচলের উপযোগী করতে সিংড়ার ইউএনও মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, সেতুটি পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠিয়েছি। উনার প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.