সামাজিক যোগাযোগ মাধ্যমে রাবি শিক্ষার্থী ‘যৌন হয়রানির’ শিকার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘আর ইউ ক্রাশ অ্যান্ড হেটস কনফেশন’ নামক ফেসবুক পেজে ছবিসহ এক ছাত্রীর সম্পর্কে অশ্লীল, অশ্রাব্য, কুরুচিপূর্ণ এবং যৌন হয়রানিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার মধ্যরাতে একটি পোস্ট আপডেট করা হয়। মুহূর্তেই পোস্টটি বিশ্ববিদ্যালয়ের অন্তত সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী দেখেন। কমেন্টের স্থলেও শুরু হয় ‘বিদ্বেষমূলক’ মন্তব্য। কেউ কেউ স্ক্রিনশট নিয়ে তাতে আরও ‘বিদ্বেষমূলক’ মন্তব্য জুড়ে দিয়ে শেয়ার করতে থাকেন ফেসবুকে।

পরদিন বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিভিন্ন জনের আপত্তির মুখ দুপুরের দিকে পোস্টটি সরিয়ে ফেলেন পেজের অ্যাডমিন।
ততক্ষণে সামাজিক মাধ্যমে ওই ছাত্রীর বন্ধু-বান্ধব, বিভাগের সিনিয়র-জুনিয়র, শিক্ষক, হলমেটসহ সবাই দেখেছেন পোস্টটি। ফলে ওই ছাত্রীকে ব্যাপক সমালোচনার পাশাপাশি কুরুচিকর ও তির্যক মন্তব্যের মুখোমুখি হতে
হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বিটিসি নিউজকে বলেন, ‘কিছুদিন ধরে একটি ছেলে আমার সঙ্গে সম্পর্ক করার জন্য চেষ্টা করছিল। সম্পর্কে আমার বন্ধু হয়। তবে তার সঙ্গে বন্ধুত্ব থাকলেও সম্পর্কে জড়ানোর মতো ইচ্ছে ছিল না।

বিভিন্নভাবে সে আমাকে ডিস্টার্ব করতো। একপর্যায়ে বিরক্ত হয়ে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি। তখন সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

এর কয়দিন পরই এমন পোস্ট করে আমার সম্মান নষ্টের চেষ্টা করছে।’ওই ছাত্রী বিটিসি নিউজকে আরও বলেন, ‘রাতে পোস্টটি দেখার পরপরই আমি পেজের ম্যাসেজ অপশনে গিয়ে তাকে পোস্টটির সরানোর জন্য অনুরোধ করি।

তবে তারা এটা নিয়ে হাস্যরসাত্মক রিপ্লাই দিতে থাকে। পরে আমি আইনের আশ্রয় নেওয়ার কথা বললে, তারা উত্তর দেয় “যা করতে চান করেন। আপনার সঙ্গে এতো কথা বলার সময় আমাদের নেই।”

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ছাত্রী বিটিসি নিউজকে বলেন, ‘আমি মানসিকভাবে ভয়ংকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমার বাবা-মা বা এলাকার কোনো মানুষ যদি পোস্টটি দেখে থাকে, তবে তাদেরকে বিশ্বাস করানো কঠিন হবে; যে এমন কোনো কাজে আমি যুক্ত নই।’

‘আর ইউ ক্রাশ অ্যান্ড কনফেশন’ নামে কথিত বিনোদনমূলক পেজ থেকে দেওয়া এটাই প্রথম ‘যৌন হয়রানি ও বিদ্বেষমূলক’ পোস্ট নয়। জানা যায়, ২০১৭ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন বিবাহিত ছাত্রীর সম্পর্কে পেজে পোস্ট দেওয়া হয়।

চাকরি সূত্রে খুলনায় অবস্থান করা তার স্বামীর কাছে পৌঁছে যায় ওই পোস্টটি। সেখান থেকে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। যা তিন মাস পর বিবাহ বিচ্ছেদের রূপ নেয়।

২০১০-১১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। ২০১৮ সালে আইন বিভাগের এক ছাত্রীকে উদ্দেশ্য করে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.