খুলনা ব্যুরো: জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী হিসেবে থেকে অসাধু উপায়ে **নিজ নামে উক্ত পরিমাণ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, পঞ্চানন বিশ্বাসের নামে স্থাবর সম্পদ ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ টাকা, অস্থাবর সম্পদ ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকা ও মোট সম্পদ ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা পাওয়া গেছে।
অপরদিকে, তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে অর্জিত আয় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা হিসেব করা হয়েছে। এতে করে তাঁর নিট সঞ্চয় দাঁড়ায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা।
এই হিসাব অনুযায়ী, পঞ্চানন বিশ্বাসের আয় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্যতার কারণে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা যা অপরাধ হিসেবে গণ্য করেছে দুদক।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, “সাবেক হুইপের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় প্রমাণ-নথি বিশ্লেষণ করেই মামলাটি দায়ের করা হয়েছে।”
Comments are closed, but trackbacks and pingbacks are open.