সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা নজরুল গ্রেফতার

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।
আজ বুধবার (০২ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ব্যাব-২ এর একটি দল। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার মো: রুহুল আমীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.