বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভারতে সামরিক প্রশিক্ষণ নেওয়া আফগানিস্তানের প্রায় ২০০ সেনা সদস্য। দিল্লিতে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে অর্থনৈতিক সঙ্কটসহ নানাবিধ সমস্যার কথা জানিয়েছেন তারা।
আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলোর খবরে বলা হয়েছে, ১৮০ জনের বেশি কর্মকর্তা বিক্ষোভে অংশ নিয়ে অভিযোগ করেন, সরকার পতনের পর ভারত সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূর্ণ করেনি।
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের হয়ে কাজ করা এই সেনা কর্মকর্তারা বলেন, প্রাতিষ্ঠানিক ও প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে চার মাস।
এখন তারা দিল্লিতে বসবাস করছেন। কিন্তু এখানে তারা আর্থিক, মনস্তাত্ত্বিক সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাদের কথা শোনার মতো কেউ নেই। প্রশিক্ষণের সময় ভারত সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি পূর্ণ করেনি। বিক্ষোভ থেকে তারা সরকারের প্রতি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।
ভারতে আফগানিস্তানের যেসব সেনা প্রশিক্ষণরত ছিলেন, আশরাফ গনি সরকারের পতনের পর তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.