‘সাপ্তাহিক সোনামসজিদ’ \ ২ যুগ পেরিয়ে ২৫ এ পদার্পণ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের একজন স্বনামধন্য লেখক, প্রাবন্ধিক, গীতিকার, কলামিষ্ট এবং কলেজ শিক্ষক মোহাঃ জোনাব আলীর প্রতিষ্ঠা করা ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকা ২যুগ পার করে ২৫ এ পদার্পণ করেছে।
২০০০ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পত্রিকাটি। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে চাকুরী সরকারী হওয়ায় পত্রিকার সম্পাদনার দায়িত্ব দেয়া হয়েছে তাঁর সহধর্মীণীকে। প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি জেলার মানুষের কাছে অত্যন্ত প্রিয়।
‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকায় সাংবাদিকতায় হাতেখড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত স্থানীয় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই’র প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুরও।
এরকম জেলায় অনেক সাংবাদিক আছেন, যাদের সাংবাদিকতার শুরু এই ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকা দিয়ে। এই ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকায় কাজ করে এখন অনেক বড় বড় মিডিয়া হাউসে কাজ করছেন অনেকেই।
প্রতিবছরই ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয়ে আসছে। এদিন ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকা অফিস ও সম্পাদক মহোদয়ের বাড়িতে মিলন মেলায় পরিনত হয় জেলার সকল প্রতিনিধিদের।
এরকমই আরও একটি প্রতিষ্ঠাবার্ষিকী হলো শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বালুবাগান সম্পাদকের বাসায়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সাংবাদিকতা ও ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকার পথচলা নিয়ে নানা গুরুত্বপূর্ণ কথা বলেন ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী। সকলকে সাথে নিয়ে প্রথমে কেক কাটেন ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত স্থানীয় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই’র প্রতিনিধি, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদ এর ভোলাহাট সংবাদদাতা ও বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার মোঃ নুরতাজ আলম, শিবগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান আলী ও মোঃ আল আমিন, নাচোল সংবাদদাতা মোঃ শহিদুল ইসলাম, রহনপুর সংবাদদাতা মোঃ তোহরুল ইসলাম, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার বিজ্ঞাপনদাতা রায়েসা অটবি ফার্নিচারের স্বত্ত্বাধিকারী মোঃ মামুনুর রশিদ, বিশ্বাস বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী মোঃ সেলিম উদ্দীন বিশ্বাস, মেসার্স নাহিদ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ নাহিদ ইমলাম প্রমূখ। এসময় ‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকার শুভাঙ্খীরাও উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.