আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ৮পিস নেশার ইনজেকশন (এ্যাম্পর)সহ কাওছার আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (দিবাগত রাত পৌনে ২ টায় ৩নঙ প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাওছার আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে কাওছার আলী নমের ওই যুবক সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং অবস্থান করছিল। এসময় রেলওয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ ও তার শরীর তল্লাশি করে ৮ পিস এ্যাম্পল উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে রোববার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.