আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আদমদীঘি সান্তাহার পৌর শাখার উদ্যোগে ট্রাক, মোটরযান, ট্রাক্টর, আটো চার্জার, রিক্সা ভ্যানসহ বিভিন্ন শ্রমিকদের নেতা-কর্মীদের নিয়ে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) রাতে পোওতা রেলগেটে এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টুর সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি ও সিএনজি ও অটোচার্জার শ্রমকি ইউনিয়নের আহবায়ক আব্দুল মান্নান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন গল্টু, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রায়হান হোসেন, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারন সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, রেলওয়ে শ্রমকি দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু, মোহাম্মদ আলী, তাছির উদ্দিন, খোরশেদ আলম, লিটন হোসেন, কামরুজ্জামান, ফারুক হোসেন, শহিদুল ইসলাম, মজনু, রফিকুল ইসলাম প্রমুখ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.