আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সান্তাহারস্থ’ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ুন কবির বাদশা, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান পিন্টু, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালমা বেগম চাঁপা, আওয়ামীলীগ নেতা জাহিদুল বারী, মিহির কুমার সরকার, দিব্যেন্দু কুন্ডু দুলাল, নজরুল ইসলাম, বেলাল হোসেন, মোতাহার হোসেন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মশিউর রহমান সজল, ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান প্রমুখ।
বর্ধিত সভায় আদমদীঘি উপজেলায় জাকজমক ভাবে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.