সান্তাহারে ২শ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম শুভ (২৮) নামের এক মাদক ব্যবসায়ী যুবকে গ্রেফতার করেছে।
আরিফুল ইসলাম শুভ বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের লৎফর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সান্তাহার পোওতা রেলগেটের নিকট থেকে তাকে গ্রেফতার করে।
জানাযায়, মঙ্গলবার সন্ধ্যা রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহা সড়কের আদমদীঘির সান্তাহার পৌরসভার পোওতা রেলগেটের নিকট অভিযান চালিয়ে আরিফুল ইসলাম শুভকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে পড়নের জিন্সের প্যান্টের পকেট থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তার ব্যবহৃত ১৫০ সিসি কালো রংঙ্গের পালসার যাহার নম্বর বগুড়া-র-১৩-৮৮৮৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়নন্ত্র অধিদপ্তর সান্তাহার র্সাকেলের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন বাদি হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.