সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অপসরপ্রাপ্ত সদস্যদের পুর্নমিলনী


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বগুড়া জেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের পুর্নমিলণী, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর-এ-নবী, অবসরপ্রাপ্ত সহকারি কমানডেন্ড ওসমান গনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস ছাত্তার, আবু হেনা শাহ আলম, অপসরপ্রাপ্ত সিপাহি আনিছুর রহমান প্রমুখ।
পুর্ন মিলনী অনুষ্ঠানে বক্তারা তাদের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত সহকর্মিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.