সান্তাহারে মন্দিরে চুরি ঘটনায় অবশেষে মামলা, ৭জনকে শ্যোন এ্যারেস্ট


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রথবাড়ী সার্বজনিন রাধা মাধব মন্দিরে চুরি ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের সদস্য প্রদীপ ভৌমিক বাদি হয়ে কোন আসামীর নাম উল্লেখ না করে এই মামলা দায়ের করেন।

সান্তাহার ফঁড়ির পুলিশ পরিদর্শক আনিছুর রহমান তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় সন্দেহ ভাজন যে ৭জনকে আটক করা হয়েছে তাদের এ মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে আদালতে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য : গত ১২ রাতে এপ্রিল সান্তাহার রথবাড়ী সার্বজনিন রাধা মাধব মন্দিরের পূজা পূজারীরা শেষে দরজা বন্ধ করে বাসায় চলে যান।

ওই রাতেই মন্দিরের গেটের তালা ভেঙ্গে চোরেরা মন্দিরে প্রবেশ করে শ্রীশ্রী রাধা জগনাথ বলদেব ও শুভদ্রা দেবীর পড়নের ১ ভরি ওজনের স্বর্ণের গহনা, ১৫ ভরি ওজনের মাথার মুকুট, চাঁদির তৈরী পিতলের বড় ছোট ৩২টি কৃষ্ণ, রাধা ও গোপাল মূর্তি, কাঁসার বাসনসহ ১লাখ ৩৪ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা এনিয়ে কমিটি ও প্রশাসনের মধ্যে নানা কথাবার্তা চলাকালে পুলিশ এই চুরি ঘটনার জড়িত সন্দেহে ৭জনকে আটক করে আদালতে প্রেরন করে।

অবশেষে গতকাল বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.