আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব/২৫ উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালি শেষে পৌরসভা ভবনের এলাকায় এক আলোচনা সভা পৌরসভা প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভিন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সম্পাদক সাগর খান, শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন প্রমুখ।
সভাশেষে পৌরসভা এলাকায় মশক নিধন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য-শূন্যতা ও পরিচ্ছনতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.