সান্তাহারে ট্রেন থেকে ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
রোববার (১৮ আগষ্ট) রাত ১২ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাবুপাড়া গ্রামের শফিক আহম্মেদের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)। এরা পেশাদারি মাতক কারবারি বলে পুলিশ জানায়।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র বিটিসি নিউজকে জানান, রোববার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনে অবস্থান করে। এসময় ট্রেনে মাদক বিরোধী অভিযান কালে ওই ট্রেনের একটি বগিতে যাত্রী বেসে সিটে বসে থাকা উল্লেখিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করে সোমবার দুপুরে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.