আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে বাসার মেইন গেটের তালা ভেঙ্গে আবু হাসান নামের রেলওয়ে থানা পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে সান্তাহার পৌরসভার ঢাকাপট্রি ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।
জানাযায়, সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় কর্মরত আবু হাসান নামের ওই পুলিশ সদস্য সান্তাহার ঢাকাপট্রি এলাকায় জনৈক নান্নু মিয়ার বাসায ভাড়া থাকতেন। পুলিশ সদস্য আবু হাসান সোমবার সারাদিন ডিউটি শেষে রাতে বাসায় ফিরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাকিং করে ঘুমাতে যান। ওই স্থানে আরো দুইটি মোটরসাইকেল ছিল।
পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন চোরচক্র বাসার মেইন গেটের তালা ভেঙ্গে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেলেও অপর দুটি মোটরসাইকেল পাকিং করা রয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.