সাধারন শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে-সাংসদ আয়েন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫৪, (পবা-মোহনপুর-৩) আসনের সংসদ সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আয়েন উদ্দিন বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মোহনপুর উপজেলাবাসীকে নিয়ে বুঝেছিলেন এরা অনেকেই কৃষি কাজের উপর নির্ভরশীল। এমনটা ভেবেই উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জন্য বরাদ্দ দিয়েছেন। যাতে হাজার হাজার মানুষ প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সাধারণ শিক্ষার চেয়ে যারা কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
গতকাল রবিবার বিকালে মোহনপুর উপজেলায় এক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় এমনটা বক্তব্য দেন তিনি।
তিনি আরও বলেন-এই জেলার মোহনপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ স্থাপন করালেন প্রধানমন্ত্রী যাতে নারী পুরুষ সবাই এখানে দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে কাজ করে নিজের, সমাজের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহঃসভাপতি দিলীপ কুমার,আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দীন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
উল্লেখ্য,২০ কোটি ৬৬ লক্ষ ৯৫ হাজার ২০ টাকা ব্যয়ে বিএমইটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বাস্তবায়নে, নির্মাণে রাজশাহী গনপূত বিভাগ-২ মোহনপুর বরইকুড়ি প্রাণীসম্পদ অধিদপ্তর সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপন কর হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.