সাদুল্যাপুরে তথ্য অফিসের আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ, সন্ত্রাস-জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদকের অপব্যবহার রোধে এক আলোচনা সভা সাদুল্যাপুরের জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মো. হায়দার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস ছাত্তার মিয়া, শিক্ষক শহিদুর রহমান, আশাদুজ্জামান, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, ইউপি সদস্য রেহেনা বেগম, সৈয়দ আবুল কালাম আজাদ, আবু সাঈদ আকন্দ ও রমজান আকন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী আইয়ুব আলী। এর আগে প্রেস বিফ্রিং, ভিডিও চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.