সাদা বলেও নতুন অধিনায়ক চায় ভারত?

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভারতের সাদা পোশাকের ক্রিকেটে বড় রদবদল হয়েছে। থেমেছে রোহিত শর্মা যুগ। শুরু হয়েছে শুভমন গিলের জমানা। শুধু টেস্টেই নয়, টি-টোয়েন্টিতেও নতুন অধিনায়ক খুঁজছে ভারত। দেশটির ক্রিকেটের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাওয়া রঙিন পোশাকে সূর্যকুমার যাদবকে বাদ রেখে পারফর্ম করছেন—এমন কাউকে আনা।
সূর্যর ব্যাট অনেকদিন যাবৎ কথা বলছে না। আইপিএলেও আহামরি ছিলেন না ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটার। তার উপর ভারতের সবশেষ সব ম্যাচেই সূর্যর আলো জ্বলেনি। তাই ভারতের বোর্ড বিসিসিআই নতুন খুঁজতে বাধ্য হচ্ছে। শোনা যাচ্ছে, দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রেয়াশ আইয়ার।
আইপিএলে পাঞ্জাবের হয়ে ১৭ ম্যাচে আইয়ার করেছেন ৬০৪ রান। শুধু আইপিএল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি বা ঘরোয়া ক্রিকেট, সব জায়গাতেই ধারাবাহিক। ভারতের একটি গণমাধ্যমের দাবি, সব দিক বিবেচনায় ভবিষ্যতের অধিনায়কের তালিকায় আসতে পারে শ্রেয়াসের নাম।
বিসিসিআইয়ের বরাতে শ্রেয়াস বলেন, ‘বর্তমানে শ্রেয়াস শুধু ওয়ানডে খেলছে। কিন্তু আইপিএলের পর আমরা ওকে টি-টোয়েন্টি ক্রিকেট বা টেস্টের তালিকা থেকে বাইরে রাখতে পারব না। তার সঙ্গে সাদা বলের ক্রিকেটে ওর নাম অধিনায়ক হিসেবেও বিবেচনায় রাখতে হচ্ছে।’
বর্তমানে ভারতের ওয়ানডে দলকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। টি-টোয়েন্টির দায়িত্ব সূর্যকুমার যাদবের কাঁধে। তবে সূর্যর ফর্ম নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। তার বাজে সময়ে শ্রেয়াস শুধু টি-টোয়েন্টি দলেই না, নেতৃত্বও পেয়ে যেতে পারেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.