সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের পরিচালক ডাঃ শেখ কুদরত ই খোদাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
১০ জুলাই বুধবার বেলা ১১ টার সময় মেডিকেল হাসপাতালের পরিচালকের অফিস কক্ষে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের পরিচালক ডাঃ শেখ কুদরত ই খোদাকে ফুলের শুভেচ্ছা জানান জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সহ সভাপতি সেলিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমূখ।
এসময় পরিচালক ডাঃ শেখ কুদরত ই খোদা বলেন, দুনীতি ও অনিয়ম মুক্ত সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল গড়ে তোলা হবে। হাসপাতালে কারোর কোনো প্রকার দুনীতি ও অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরো বলেন, রোগীরা যাতে হাসপাতাল থেকে ঠিকমত চিকিৎসা সেবা এবং সব কিছু সুযোগ সুবিধা সেবা প্রদান পায় এটাই আমার লক্ষ্যে। তবে সাতক্ষীরাবাসীর সকলের সহযোগিতা ও দোয়া কামনা থাকলে অনিয়ম ও দুনীতি মুক্ত হাসপাতাল সঠিক ভাবে পরিচালনা করতে পারবো এবং সাতক্ষীরার মানুষের চিকিৎসা সেবা ও রোগীদের সব ধরনের সুযোগ সুবিধা সেবা করতে পারবো ইনশাল্লাহ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.