সাতক্ষীরা জেলা  আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এমপি, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি এমপি, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তের কর্মকর্তাবৃন্দ প্রমৃখ।
উক্ত সভায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.