সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক’শ ৯৯ বোতল উইনসরেক্স মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা (পূর্বপাড়া) এলাকার জনৈক আম্বিয়া মেম্বারের বাড়ির সামনে থেকে দুই জনকে আটক ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, ভোমরা দক্ষিণপাড়া এলাকার ওয়াজেদ গাজীর ছেলে মোঃ ইসমাইল গাজী (৩৫) ও ভোমরা পূর্বপাড়া এলাকার মোঃ ইব্রাহিম গাজীর ছেলে মোঃ ইসমাইল গাজী (৩৫)। তারা দুজনেই চিহ্নিত মাদক চোরাকারবারি বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই মোঃ শাহানুর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ১৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই জনকে আটক করা হয়। উদ্ধার করা কোডিন মিশ্রিত উইনসরেক্স একটি ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে সেবন করছেন মাদকাসক্তরা। এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.