আইন-আদালতখুলনাব্রেকিং নিউজ সাতক্ষীরায় হত্যা মামলায়: সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনকে গ্রেপ্তার By বার্তা কক্ষ On ফেব্রু. ৫, ২০২৫ Share সাতক্ষীরা প্রতিনিধি: সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ড. শিহাবউদ্দিন (৫৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছিলে। তিনি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে তিনি আর কলেজে যান না। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনা সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.