সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে।
নিহত বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোখলেসুর রহমান জানান, মাদুর ব্যবসায়ী বৃদ্ধ একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।
এসময় ভ্যান আরোহী বৃদ্ধ ছিটকে রাস্তার উপর পড়ে গেলে পিকআপ তার গায়ের উপর দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনায় গুরুতর আহত হয় ভ্যানচালক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.