সাতক্ষীরা প্রতিনিধি: এবছরের বাজেটথেকে সাতক্ষীরা জেলায় একটি পুর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বাংলাদেশ জাসদ, পাবলিকবিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ যৌথ উদ্যোগে সাতক্ষীরা হাটের মোড়স্থ মহাসড়কের পাশে ৩১ মে বিকাল ৫ টায় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা ন্যাপ সভাপতি জনাব হায়দার আলী শান্ত।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ স্থানীয় বিভিন্ন জনকল্যাণমুখী দাবিতে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসআলী,পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কএডভোকেট কাজীআব্দুল্লাহ আল হাবিব, জেলা ভুমিহীনসমিতির সভাপতি কওছার আলী, নদী বনপরিবেশরক্ষাকমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাগরিক নেতা শেখ রিয়াজুলইসলাম, সাংবাদিক সেলিম সহ আরো অনেকে।
বক্তাগণ বলেন রেললাইন, নদী খাল খনন, বিমানবন্দর স্থাপন, বেকারত্ব দুরীকরণে কৃষি ভিত্তিক শিল্পজোন গড়ে তোলার দাবী জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.