সাতক্ষীরায় দাদিকে গলাকেটে হত্যা করলেন নাতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দাদিকে গলাকেটে হত্যা করেছেন নেশাগ্রস্ত নাতি। নিহত দাদির নাম সখিনা খাতুন (৭০)। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।
শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন।
জানা যায়, এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ হত্যাকারী নাতি হানিফ জোয়ার্দারকে (২৪) আটক করেছে তালা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, হত্যাকারী নেশাগ্রস্ত নাতি হানিফ জোয়াদ্দার ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছেলে। তিনি স্থানীয় শালিখা কলেজে ডিগ্রিতে পড়াশোনা করেন। সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সঙ্গে ঝগড়া করেন হানিফ। একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদি সখিনা খাতুনকে গলাকেটে হত্যা করেন। এলাকাবাসী হানিফকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মাদকাসক্ত হানিফ দাম্পত্য অশান্তি নিয়ে মানসিক চাপে ছিলেন।
এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একইসঙ্গে ঘাতক হানিফকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি তার দাদিকে হত্যার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.