সাতক্ষীরায় জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে শহরবাসী! যেন দেখার কেউ নেই

সাতক্ষীরা প্রতিনিধি: টানা কয়েকদিন বৃষ্টির পানিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা চরম র্দূভোগে ভুগছেন শহরবাসী। জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষ। জলাবদ্ধতা এলাকার মানুষের জেগে রাত কাটাতে হয়। জলাবদ্ধতা মানুষের ইটপাথরের কর্মব্যস্ত নগর জীবনে দেখা দিয়েছে।
বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। আষাঢ়ের শুক্রবার দুপুর থেকে সাতক্ষীরায় মুষলধারে বৃষ্টি হয়। এতে ইটপাথরের কর্মব্যস্ত নগর জীবনে দেখা দিয়েছে ছন্দপতন। বৃষ্টিতে কর্মজীবী মানুষের জীবন যেন হঠাৎ থমকে দাঁড়ায়।
অন্যদিকে টানা কয়েকদিন বৃষ্টিতে কানায় কানায় পুকুর, ঘের, খাল, বিলে পানি ভরে গেছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা ও অফিস আদালতের কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়ে।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,আমন ধান চাষ করার জন্য আষাঢ় মাসে ধানের বীজ বপন করে চাষীরা। ধানের বীজ বপনের পর ধানের চারা হয়। ওই চারা দিয়ে আষাঢ় মাসের শেষের দিকে আমন ধান রোপন শুরু করেন ধান চাষীরা। যার ফলে আষাঢ় মাসে বৃষ্টি পানি কৃষকদের খুবই জরুরী প্রয়োজন।
অভিযোগ করে আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ও মৎস্য ঘেরে পানি নিষ্কাশন পথ না থাকার কারণে সামন্য বৃষ্টি হলেই প্রতিবছর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কয়েকদিন বৃষ্টির প্রকোপের পানিতে কামালনগর, রসুলপুর, পুলিশ লাইন, কাটিয়া, মেহেদীবাগ, মুধুরমোল্লা ডাঙ্গি সহ বিভিন্ন এলাকায় সড়কে ও বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারনে সাতক্ষীরা শহরবাসী ও কৃষকরা চরম র্দূভোগে ভুগছে। শহরের বিভিন্ন এলাকায় সড়কে ও বাড়িঘরে পানি থই থই করছে।
অভিযোগ করে আরো বলেন, অপরিকল্পিত মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের পথ থাকার কারণে মাঠের ফসলী জমিতে ও শহরের বিভিন্ন এলাকায় প্রতিবছর জলবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতিরিক্ত বৃষ্টির হলেই অনেকে কৃষকরা প্রতিবছর ফসিল জমিতে ধান চাষ করতে পারেন না। আবার অনেক কৃষক ঝুঁকি নিয়ে তাদের ধান চাষ করতে হয়। মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ফসলি মাঠে জলবদ্ধতা হয় না এবং কৃষকরা ভালোভাবে ফসিল মাঠে ধান চাষ করতে পারেন। জলাবদ্ধতা কৃষকদের দুশ্চিন্তা বাড়ায়। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন শহরবাসী ও কৃষকরা চাষিরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.