সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সহ সরকারি হাসপাতালের অনিয়ম ও দুনীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে গতকাল শহরের খুলনা রোড মোড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদ এর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির শাকিবুর রহমান বাবলা, নদী ও বন পরিবেশ রক্ষা সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, ভুমিহীন কমিটির সাতক্ষীরা সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সুজন এর সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, শিক্ষক মনোরঞ্জন সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, এডভোকেট সামসুজ্জামান খোকন, এডভোকেট আবুল কালাম, সাংবাদিক ডি এম কামরুল ইসলাম, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য ও সাংবাদিক জি এম রেজাউল করিম রেজা, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সাংবাদিক ইকরামুল কবির, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য জি এম আবু জাফর, সাংবাদিক এস এম রনি প্রমূখ।
অবিলম্বে অবৈধ বেসরকারী ক্লিনিক ও সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা অনিয়ম ও দুনীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.